
ভোলা জেলা সংবাদদাতা
অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন,সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য বর্তমান অন্তবর্তীকালিন সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমরা সব ধরনের সহযোগিত করবো। কেউ যাতে কোন প্রকার গন্ডগোল করতে না পারে। আর যদিও বা করে তাহলে তাকে যেভাবে দ্রুত আইনের আওতায় আনা যায় সে ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে বলে দেয়া হয়েছে, যদি কোন স্থানে সমস্যা হয় সেখানে ভোট বন্ধ করে দেয়ার জন্য। এছাড়া সুষ্ঠ ভোটের ব্যাপারে সরকার খুবই সিরিয়াস। কারণ মানুষ দীর্ঘদিন তাদের ভোট দিতে পারেনি। তাই রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে মানুষকে ভোট দানে উৎসাহিত করা। আপনারা মানুষের কাছে যান, বক্তব্য তুলে ধরুন। তবে কেউ কাউকে আঘাত করবেন না। কাজেই সবাই শান্তিপূর্ণ অবস্থানে থাকুন এবং একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন উপহার দিন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা সরকারী স্কুল মাঠে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।










