
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর ভাষাণটৈক উপকণ্ঠের ঘনবসতিপূর্ণ ও বেনারসি পল্লী বাস্তহারা এলাকায় কয়েক বছর ধরে চলছে এক ভয়ঙ্কর চক্রের কার্যক্রম। স্থানীয়ভাবে কানা জাহাঙ্গীর ও আলমগীর নামে পরিচিত এরা দুইজন ভাই সন্ত্রাসী পুরো এলাকায় দুই বড় ভাইদের ভয় দেখিয়ে গড়ে তুলেছেন ছোট ভাই শাহীন ওরফে বাবা শাহীন মাদক ও চাঁদাবাজির সাম্রাজ্য।
রাত নামলেই শুরু হয় ইয়াবা, ফেন্সিডিল ও আইসের বেচাকেনা। কিশোর বয়সী তরুণদের ব্যবহার করা হচ্ছে ডেলিভারি ও নজরদারিতে। স্থানীয়দের অভিযোগ, আলমগীর ও কানা জাহাঙ্গীরের ছোট ভাই বিভিন্ন সময়ে চাঁদা দিতে হয় আর না দিলে মারধর করে থাকে।
একজন ফুটপাতে চা দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, মাঝে মধ্যে শাহীন লোকজন নিয়ে চা সিগারেট নিয়ে যায় টাকা চাইলে দোকান ভেঙে দেয় বা ভয় দেখায়। থানায় গেলেও ফল হয় না।”
অন্যদিকে স্থানীয় বেনারসি পল্লী বাসিন্দাদের দাবি, কানা জাহাঙ্গীর ও আলমগীর ’-এর পেছনে তাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। ফলে কেউ মুখ খুলতে সাহস পান না।
তবে ভাষানটৈক বেনারসি পল্লী এলাকাবাসীর প্রশ্ন — “অভিযান হয়, কিন্তু ‘শাহীন ওরফে বাবা শাহীন’ ধরা পড়ে না কেন?”
স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ‘শাহীন’-চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের ভাষায় —
> “আমরা শুধু নিরাপদ জীবন চাই। এই মাদক ও চাঁদাবাজি বন্ধ হোক।”









