, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আওয়ামী লীগ ভোট করতে পারবে না, ডাচ উপমন্ত্রীকে জানালেন প্রধান উপদেষ্টা রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদল নেতার নিয়ন্ত্রণে ক্যাসিনো জুয়ার আসর ? রাজধানীর সায়েদাবাদ বর্জ্য পরিবহন স্ট্যান্ডে জমজমাট ও জুয়া–মাদক আসর ? ভাষানটেকের ছায়ার রাজ্য: দিন বদলালেই দল বদলায়, আলমগীরের দখল সাম্রাজ্য অটুট! গণভোট এবং নির্বাচন দুটোই হতে হবে: আব্দুল হালিম রাজধানীতে প্রবাসী অর্থায়ন রাজু ঢালীর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ঝটিকা মিছিল ? গণভোটকে সামনে এনে জনগণের দৃষ্টি সরানো হচ্ছে : নাহিদ ইসলাম পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব‍্যবস্থা তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার ভুয়া পরিচয়ে প্রতারণা: ‘গণমাধ্যমকর্মী’ সেজে চাঁদাবাজি করছে মনির হোসেন রাজধানীর ভাষাণটৈক এলাকাজুড়ে সন্ত্রাসী ‘ভাই’-এর দাপটে মাদক ও চাঁদাবাজির রাজত্ব ? 
ডা. জুবাইদার দণ্ডাদেশ

আপিলে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করলেন হাইকোর্ট

  • প্রকাশের সময় : ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ২০৯ পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক)র মিথ্যা মামলায় তিন বছর কারাদ-াদেশের বিরুদ্ধে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের আপিলের ৫৮৭ দিন বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। আবেদনের শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি মো: খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এ তথ্য জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, বিলম্ব মার্জনার প্রেক্ষাপটে ডা; জুবাইদা রহমান তার দ-াদেশের বিরুদ্ধে আপিল করবেন।

 

আদেশের বিষয়ে এ আইনজীবী বলেন, আপিল করার জন্য ৫৮৭ দিন বিলম্ব ছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সেটি মার্জনা করেছেন। এখন ডা. জুবাইদা রহমান বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ডা. জুবাইদা রহমানের অনুপস্থিতিতে মামলার বিচার চলে। ‘বিচার’ শেষে ২০২৩ সালের ২ আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানকে দুটি অভিযোগে নয় ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদ- দেন ঢাকা মহানগরের তৎকালিন সিনিয়র স্পেশাল জজ মো: আছাদুজ্জামান। রায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪- এর ২৬(২) ধারায় তারেক রহমানকে তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদ- দেয়া হয়। এ ছাড়া তাকে ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ডা. জুবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছর কারাদ- দেয়া হয়। জরিমানা করা হয় ৩৫ লাখ টাকা।

গত বছরের শেষ দিকে এক আবেদনের প্রেক্ষিতে ডা. জুবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে সরকার। সেই গেজেটে বলা বলা হয়, ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আবেদনের প্রেক্ষিতে আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন (১০ অক্টোবর, ২০২৪ ইং) সংশোধনপূর্বক আইনের ক্ষমতাবলে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, ঢাকা এর মেট্রো বিশেষ মামলা নং-৩৪১/২০২২ [কাফরুল থানার মামলা নং-৫২, তারিখ-২৬-০৯-২০০৭] -এ তার বিরুদ্ধে প্রদত্ত দ-াদেশ আদালতে আপিল দায়েরের নিমিত্ত বিনাশর্তে ০১ (এক) বছরের জন্য স্থগিত করা হলো। গত ৬ মে দেশে ফেরেন ডা. জুবাইদা। গতকাল দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আসিফ হাসান।

 

জনপ্রিয়

আওয়ামী লীগ ভোট করতে পারবে না, ডাচ উপমন্ত্রীকে জানালেন প্রধান উপদেষ্টা

ডা. জুবাইদার দণ্ডাদেশ

আপিলে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করলেন হাইকোর্ট

প্রকাশের সময় : ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক)র মিথ্যা মামলায় তিন বছর কারাদ-াদেশের বিরুদ্ধে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের আপিলের ৫৮৭ দিন বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। আবেদনের শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি মো: খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এ তথ্য জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, বিলম্ব মার্জনার প্রেক্ষাপটে ডা; জুবাইদা রহমান তার দ-াদেশের বিরুদ্ধে আপিল করবেন।

 

আদেশের বিষয়ে এ আইনজীবী বলেন, আপিল করার জন্য ৫৮৭ দিন বিলম্ব ছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সেটি মার্জনা করেছেন। এখন ডা. জুবাইদা রহমান বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ডা. জুবাইদা রহমানের অনুপস্থিতিতে মামলার বিচার চলে। ‘বিচার’ শেষে ২০২৩ সালের ২ আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানকে দুটি অভিযোগে নয় ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদ- দেন ঢাকা মহানগরের তৎকালিন সিনিয়র স্পেশাল জজ মো: আছাদুজ্জামান। রায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪- এর ২৬(২) ধারায় তারেক রহমানকে তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদ- দেয়া হয়। এ ছাড়া তাকে ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ডা. জুবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছর কারাদ- দেয়া হয়। জরিমানা করা হয় ৩৫ লাখ টাকা।

গত বছরের শেষ দিকে এক আবেদনের প্রেক্ষিতে ডা. জুবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে সরকার। সেই গেজেটে বলা বলা হয়, ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আবেদনের প্রেক্ষিতে আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন (১০ অক্টোবর, ২০২৪ ইং) সংশোধনপূর্বক আইনের ক্ষমতাবলে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, ঢাকা এর মেট্রো বিশেষ মামলা নং-৩৪১/২০২২ [কাফরুল থানার মামলা নং-৫২, তারিখ-২৬-০৯-২০০৭] -এ তার বিরুদ্ধে প্রদত্ত দ-াদেশ আদালতে আপিল দায়েরের নিমিত্ত বিনাশর্তে ০১ (এক) বছরের জন্য স্থগিত করা হলো। গত ৬ মে দেশে ফেরেন ডা. জুবাইদা। গতকাল দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আসিফ হাসান।