
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মতিঝিল এলাকায় অবস্থিত হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল হোটেলে পারমিট ছাড়াই অনুমোদিত বারে অ্যালকোহল বিক্রি এবং প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ৮ম ও ৯ম তলায় ক্যাসিনো জুয়া পরিচালনা করে আসছেন আর কার্যক্রম এর জন্য পরিচালনায় রয়েছেন পূর্বাণী ইন্টারন্যাশনাল হোটৈলের কর্মকর্তা পলাশ ও শাহীন এছাড়াও চক্রটি অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের দিয়ে অসামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন এমনটাই অভিযোগ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে পিপলস্ ফাউন্ডেশন নামক সামাজিক সংগঠন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেলটিতে প্রতিরাতে পারমিট ব্যাতিত মদ বিক্রি ও যৌন ব্যবসা চলে, যেখানে কিছু কিশোরীকে জোরপূর্বক এসব কর্মকাণ্ডে বাধ্য করা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে হোটেলটি অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাতের বেলা বিশেষ কক্ষে গোপনে মদের আসর বসে, যেখানে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি নিয়মিত আসা-যাওয়া করেন বলে জানা গেছে।
আইন বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ২৯০, ২৯৪ ও ৩৭২-৩৭৩ অনুযায়ী জনস্বার্থবিরোধী, অশালীন ও অপ্রাপ্তবয়স্কদের পতিতাবৃত্তিতে প্ররোচিত করা দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি, মদ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী পারমিট ছাড়া অ্যালকোহল বিক্রির শাস্তি ৩ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।
অন্যদিকে, অপ্রাপ্তবয়স্কদের জড়িত করা শিশু আইন ২০১৩ এর ধারা ৭৮ ও ৮০ অনুযায়ী গুরুতর অপরাধ, যার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে।
স্থানীয় এক বাসিন্দা দৈনিক কালের বার্তা-কে জানান, “রাতের বেলা হোটেলটিতে অপরিচিত মানুষ ঢোকে ও বের হয়। এলাকায় অশান্তি ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।”