
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপার কবরস্থান রোড থেকে কুতুবখালি যাওয়ার পথে কালভার্টের অপর পাশে ৪ নং গলির ভিতরে যুবদল নেতা পরিচয়ধারী নাদিম মিয়ার শশুর বাড়ির নিচতলায় “আন্দর বাহার” নামক ক্যাসিনো জুয়ার আসর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সক্রিয় থাকে—এমন অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, ওই গলির যুবদল নেতা নাদিম মিয়ার শশুর বাড়ির নিচতলায় জুড়ে দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার টেবিল বসে এবং সেখানে নিয়মিত বাইরের লোকজনের আনাগোনা দেখা যায়। অভিযোগে আরও বলা হয়, এলাকার যুবদল নেতা পরিচয়ধারী নাদিম মিয়ার নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয় এবং স্থানটি নাদিম মিয়ার শ্বশুরবাড়ির অংশ বলেও তারা দাবি করেছেন।
এলাকাবাসীর বক্তব্য, রাত গভীর হলে জুয়া খেলতে আসা লোকজনের ভিড় বেড়ে যায়, যা এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টি করছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে, এ ধরনের জুয়ার আড্ডা মাদক ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমকে উৎসাহিত করতে পারে।
এ বিষয়ে নাদিম মিয়া বা তার পরিবার থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যাত্রাবাড়ী থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে বলে স্থানীয়রা দাবি করলেও, পুলিশ সূত্র জানিয়েছে—অভিযোগ পাওয়া মাত্রই যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, অনুমোদনহীন জুয়া পরিচালনা আইনত দণ্ডনীয় এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









